চেন্নাইকে হারিয়ে দিল্লির উতসব
শ্বাসরুদ্ধ কর ম্যাচে চেন্নাইকে হারিয়ে দিল্লির উতসব
আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথম ব্যাটিয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিং। ডুপ্লেসিসের সাথে ওপেনার হিসেবে ব্যাটিং করতে আসা সেম কারনের ঊইকেট তুলে নিয়ে তাদের এই সিদ্ধান্তকে ভূল প্রমাণ করেন দিল্লির ফাস্ট বলার তুষার। তার করা ৩য় বলে সাম কারেন শূন্য রানে আউট হন। এরপর ওয়ান ডাউনে ডুপ্লেসিসের সঙ্গী হয় ওয়াটসন। দুইজনে ৬৬ বলে ৮৭ রানের জুটি ঘড়ে দলকে একটা ভালো সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১১.৪ ওভারে ২৮ বলে ৩৬ রান করে নর্জের বলে বোল্ড হয়ে সাজঘরে পেরেন ওয়াটসন। এরপর ১৪.৪ ওভারে রাবাদার বলে ৫৮(৪৭) করে আউট হলে দল কিছুটা চাপে পড়ে যায়। এই নিয়ে টানা ২৩ ম্যাচে ঊইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম লেখালেন রাবাদা। এরপর রাইডুর দায়িত্বশীল ৪৫(২৫) ব্যাটিয়ে ও জাদেজার জড়ো ৩৩(১৩) রানে ৪ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় চেন্নাই। নর্জ ২টি এবং রাবাদা ও তুষার ১টি করে উইকেট নেন।
![]() |
Delhi vs Chennai |
১৮০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথমেই প্রিতবী শাহের ঊইকেট হারায় দিল্লি। ইনিংসের প্রথম ওভারে দীপক চাহারের বলে তার হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে ফ্যাভিলিয়নে পেরেন তিনি। এরপর রাহানে এবং দাওয়ান কিছুটা প্রতিরোধ ঘড়ার চেষ্টা করেন। কিন্তু রাহানে ৮(১০) রানে আউট হলে দল কিছুটা চাপে পড়ে। এরপর শিখর দাওয়ান ও আয়ার এই চাপ মোটামোটি সামাল দেন। শিখর দাওয়ান ২৯ বলে ৫০ করেন এবং ধোনির হাতে তার নতুন জীবন পান। আয়ার আউট হয়ে গেলাও দাওয়ান ও শিখর দিল্লিকে জয়ের খুব কাছে নিয়ে যায়। স্টোনিস ও কেরি আউট হয়ে গেলেও একাই খেলে গেছেন শিখর দাওয়ান। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। শিখর দাওয়ান ১ রান নিয়ে আক্সার প্যাটেলকে স্টাইক দিলে তিনি ৩ বলে ৩ ছয় মেরে দিল্লিকে শেষ হাঁসি হাসায়। দীপক চাহার ২টি এবং সেম কারেন, সারদুল ঠাকুর ও ভ্র্যাবো ১ টি করে উইকেট নেন। ৫৮ বলে ১০১ রান করে দিল্লির শিখর দাওয়ান ম্যান অব দ্যা ম্যাচ হন।
কোন মন্তব্য নেই