রানওয়ে থেকে ছিটকে গেল প্লেন, দুই পাইলটসহ নিহত ১৫
ভারত
ছবি: রয়টার্স |
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি দুবাই থেকে ফিরছিল। কেরালার পুলিশ প্রধান জানিয়েছেন, উড়োজাহাজে উদ্ধারকাজ চলছে। ধ্বংসাবশেষের ভেতরে এখনো ৪ জন আটকে আছে। বেশির ভাগ আরোহীকেই উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। দুই পাইলটই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ছবি: রয়টার্স |
এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি স্থানীয় কোঝিকোড়ে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে দুই টুকরা হয়ে যায়। কোঝিকোড়ে বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটির অবতরণের সময় ঘটনাস্থলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভেঙে দুই টুকরা হয়ে গেলেও উড়োজাহাজটিতে আগুন ধরেনি। এই ঘটনার পর থেকে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।
![]() |
ছবি: রয়টার্স |
এই ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিয়ে কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করি, আহতরা দ্রুত সেরে উঠবেন।’
কোন মন্তব্য নেই