Header Ads

Header ADS

গত একদিনে দেশে করোনা

গত একদিনে দেশে করোনা ভাইরাসের আক্রমন এবং মিত্যুর সংখ্যা কিছুটা কমছে। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৭৩ জনে আক্রান্ত এবং মিত্যু ৩৪ জন। এই নিয়ে  দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন । করোনা ভাইরাসে মিত্যুর সংখ্যা মোট ৩ হাজার ৯৪১ জনে।

 আজ রোববার , দেশে করোনা ভাইরাসের বিভিন্ন তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, করোনা ভাইরাসে দেশে মিত্যুর সংখ্যা পুরুষ ২৪ জন নারী ১০ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয় , সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।

 

covid19
covid19

গতকাল শনিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪৬ জন।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮০১টি নমুনা। এর আগের দিন ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি নমুনা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.