স্ত্রী শিশিরকে সাকিবের দারুণ ঈদ উপহার
০১ আগস্ট ২০২০, ১৬:২৭
আপডেট: ০১ আগস্ট ২০২০, ১৬:২৮
আপডেট: ০১ আগস্ট ২০২০, ১৬:২৮
![]() |
ছবি: ফেসবুক |
শিশিরের প্রিয়জন মানে তো সাকিব আল হাসানই। তা কী উপহার পেয়েছেন শিশির? বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার ঈদ উপলক্ষে স্ত্রীকে উপহার দিয়েছেন চোখধাঁধানো একটি মার্সিডিঞ্জ বেঞ্জ গাড়ি। সাকিবের উপহার পেয়ে শিশিরও খুশি। ভক্তদের সঙ্গে স্বামীর উপহারের ছবি শেয়ার করে শিশির লিখেছেন, ‘স্বামীর কাছ থেকে পাওয়া ঈদ উপহার।’
![]() |
ছবি: ফেসবুক |
ঈদের উপহার হিসেবে শিশিরকে গাড়ি দিয়েছেন সাকিব।
কোন মন্তব্য নেই