Header Ads

Header ADS

স্ত্রী শিশিরকে সাকিবের দারুণ ঈদ উপহার



আপডেট: ০১ আগস্ট ২০২০, ১৬:২৮
সাকিব-শিশিরের ভালোবাসায় গড়া সংসার। ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক
সাকিব-শিশিরের ভালোবাসায় গড়া সংসার।ঈদ মানেই খুশি। করোনার কারণে এবারের ঈদের আনন্দ অনেকের জন্য একটু কমেছে ঠিকই, কিন্তু উম্মে আহমেদ শিশিরের ঈদের আনন্দ সম্ভবত খুব একটা কমেনি। প্রিয়জনের কাছ থেকে এমন উপহার পেলে ঈদের আনন্দ তো কয়েকগুণ বেড়ে যাওয়ার কথা!
শিশিরের প্রিয়জন মানে তো সাকিব আল হাসানই। তা কী উপহার পেয়েছেন শিশির? বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার ঈদ উপলক্ষে স্ত্রীকে উপহার দিয়েছেন চোখধাঁধানো একটি মার্সিডিঞ্জ বেঞ্জ গাড়ি। সাকিবের উপহার পেয়ে শিশিরও খুশি। ভক্তদের সঙ্গে স্বামীর উপহারের ছবি শেয়ার করে শিশির লিখেছেন, ‘স্বামীর কাছ থেকে পাওয়া ঈদ উপহার।’
ঈদের উপহার হিসেবে শিশিরকে গাড়ি দিয়েছেন সাকিব। ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক
সাকিব বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে আছেন। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও সাকিব কাটাচ্ছেন দেশের বাইরে। করোনার শুরুতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। তখন শিশির ছিলেন সন্তান সম্ভবা। এরই মধ্যে দ্বিতীয় কন্যা সন্তানের মা হন শিশির।

ঈদের উপহার হিসেবে শিশিরকে গাড়ি দিয়েছেন সাকিব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.