বার্সার প্লেয়ার করোনায় আক্রান্ত
যদিও বার্সা করোনা আক্রান্ত খেলোয়াড়ের নাম প্রকাশ করতে চায়নি। শুধু জানিয়েছে, যিনি করোনা পজিটিভ হয়েছেন, তার মধ্যে তেমন কোনো বড় লক্ষণ ছিল না। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে ওই খেলোয়াড়কে।
করোনার এই ধাক্কায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নিয়ে কি ঝামেলা বাঁধলো? বার্সেলোনা অবশ্য তেমনটা মনে করছে না। এক বিবৃতি বার্সা বলেছে, ‘ওই খেলোয়াড় সিনিয়র দলের কোনো খেলোয়াড়ের সংস্পর্শে আসেননি, যারা কিনা লিসবনে রোববার চ্যাম্পিয়নস লিগ খেলতে যাবে।’
![]() |
বার্সেলোনা |
শুক্রবার রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্নের মুখোমুখি হবে বার্সেলোনা। করোনাভাইরাসের কারণে ফরম্যাট পাল্টে পর্তুগালের রাজধানী লিসবনে কোয়ার্টার ফাইনাল থেকে হতে যাচ্ছে নকআউট টুর্নামেন্ট।
কোন মন্তব্য নেই